চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিনটি নতুন এসি চুরি করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের এক কর্মচারীসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো নূর হোসেন ও মিলন। তাদের মধ্যে নুর হোসেন হাসপাতালের স্থায়ী কর্মচারী হলেও মিলন বহিরাগত বলে জানা গেছে।
এসি চুরির বিষয়টি স্বীকার করে চমেক হাসপাতালে পরিচালক বি. জেনারেল শামীম আহসান বলেন, “চুরির ঘটনায় গাইনি ওয়ার্ড থেকে দুইজনকে আটক করা হয়েছে বলে শুনেছি। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। আটক দুইজনের মধ্যে একজন হাসপাতালের কর্মচারী। সরকারি কোনো সম্পত্তি চাইলে কেউ নিয়ে যেতে পারে না। সরকারি সম্পত্তি চুরির অপরাধে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।”
এদিকে, এসি চুরির বিষয়টি ধামাচাপা দিতে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা বলেন, কেউ অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনা উচিত। সরকারি সম্পত্তি চুরি করে নিয়ে যাওয়া একটি অপরাধ কিন্তু চুরির ঘটনা ধামাচাপা দিতে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে।