সিআইইউতে জমজমাট আয়োজনে টেক ফেস্ট

| বুধবার , ৭ ডিসেম্বর, ২০২২ at ৬:০৩ অপরাহ্ণ

শিক্ষার্থীদের তৈরি নানান ধরনের প্রজেক্ট নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ‘অটাম টেক ফেস্ট ২০২২’। বিশ্ববিদ্যালয়ের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব (আইসেক) সম্প্রতি নগরীর জামাল খান ক্যাম্পাসে এই প্রতিযোগিতার আয়োজন করে।

এতে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী, ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, ক্লাবের আহ্বায়ক সহকারি অধ্যাপক আতিকুর রহমান, ফ্যাকাল্টি সদস্য সহকারি অধ্যাপক রুবেল সেনগুপ্ত প্রমুখ বক্তব্য দেন।

প্রতিযোগিতায় ১৫টি দল তাদের প্রজেক্ট নিয়ে হাজির হয়। সেখান থেকে ৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী দলের সবাইকে ক্রেস্ট এবং সনদ তুলে দেন অতিথিরা।

প্রতিটি প্রজেক্টের বিষয় ছিল মৌলিক। শিক্ষার্থীরা বাড়িতে রাত জেগে, গবেষণা করে এসব আইডিয়া প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেছেন বলে জানান চ্যাম্পিয়ন দলের সদস্য প্রীতু ঘোষ। অনুষ্ঠানে শিক্ষার্থী জয়ন্তীকা সিনহার প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত সবার নজর কাড়ে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১
পরবর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে সদরঘাটে গ্রেফতার ৪