জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেছেন, পৃথিবীর প্রতিটি শিশু শেখ রাসেল হয়ে জন্ম নিয়ে আলোকিত করুক প্রজন্ম থেকে প্রজন্ম। তাদের জীবন হোক সুন্দর ও নিমর্ল। শেখ রাসেলের মতো এমন মৃত্যু কখনই কাম্য নয়।
সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটি বুধবার সকালে নগরের জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে শেখ রাসেল দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার নাহিদের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রুবেল সেনগুপ্ত। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআইইউর প্রশাসন শাখার পরিচালক কুমার দোয়েল দে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইইউর বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ইটিই বিভাগের প্রধান ড. আসিফ ইকবাল, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।