শীতের কুয়াশার আধেক সকাল। জামাল খান সড়কের পশ্চিমে পাহাড়ের ঢালু বেয়ে চলে গেছে রাস্তা। সেই রাস্তা ধরে একটু এগুতেই চোখে পড়ল স্বপ্নবাজদের ভিড়। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তাদের প্রত্যেকেই আজ শুরু করতে যাচ্ছেন ক্যাম্পাস জীবনের প্রথম দিন।
আর এই দিনটিকে ক্যালেন্ডারের পাতায় ঠাঁই করে নিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হল স্প্রিং ২০২৩ সেমিস্টারের জমজমাট ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
গান, কথামালা, আড্ডা-কী ছিল না সেই অনুষ্ঠানে? সকালে ক্যাম্পাসের বারান্দায় পা রাখতেই নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ।
দু’পর্বে বিভক্ত অনুষ্ঠান সূচির প্রথমে ছিল আলোচনা সভা। এতে সভাপতির বক্তব্যে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী জ্ঞান অর্জনের স্বাধীনতার জন্য বিশ^বিদ্যালয়ের চেয়ে পৃথিবীতে আর কোনো বড় স্থান নেই- বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন ড. শাহ আহমেদ, স্কুল অব ল’র ডিন ড. মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাছে সিআইইউর অ্যাকাডেমিক কার্যক্রমের পরিচিতি তুলে ধরেন রেজিস্ট্রার আনজুমান বানু লিমা। পরে ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী স্কলারশীপ অর্জনের সুযোগ পেয়েছেন মঞ্চে তাদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থাপনা করেন নওশিন শার্মিলী চৌধুরী। দ্বিতীয় পর্বের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে যারা দর্শকদের হাততালি কুড়িয়েছেন তারা হলেন প্রীতু, অন্তরা, সাবিহা, সূপর্ণা, সাবা, সিয়াম, দেব, আলভী প্রমুখ। কালচারাল ক্লাবের আহ্বায়ক ড. রোবাকা শামসের সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয় করেন।