সৃজনশীল সত্তাকে বিকশিত করার পাশাপাশি একঝাঁক নারী উদ্যোক্তার স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম-এর প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
গত ২৭ আগস্ট সকালে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অ্যামেরিকান কর্নারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানী ঢাকার পর চট্টগ্রামে এবার নারী উদ্যোক্তাদের একধাপ এগিয়ে নিতে সিটি ব্যাংক এবং সিআইইউ যৌথভাবে শুরু করেছে এই সার্টিফিকেশন প্রোগ্রামের কার্যক্রম। প্রথম দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে চট্টগ্রামের ২৭ জন নারী উদ্যোক্তা অংশ নেন।
এই সময় তারা জানান, সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম ভবিষ্যতে নারী উদ্যোক্তা হতে ইচ্ছুক- এমন মেয়েদের স্বাবলম্বী হতে ভীষণ উৎসাহ জোগাবে। এ ছাড়া দেশের আর্থিক খাতে অবদান রাখতে তাদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে-যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
প্রসঙ্গত: চট্টগ্রামে সিটি ব্যাংকের এই বিশেষ কার্যক্রমের সঙ্গে অ্যাকাডেমিক পার্টনার হিসেবে শুরু থেকে যুক্ত রয়েছে সিআইইউ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিআইইউ’র সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন, অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিইআইএসডি) এর পরিচালক ড. মোসলেহউদ্দিন খালেদ।
অন্যান্যের মধ্যে সার্টিফিকেশন প্রোগ্রামের নানান দিক নিয়ে কথা বলেন সিটি ব্যাংক লিমিটেডের ওমেন ব্যাংকিং শাখার ইউনিট হেড (সিটি আলো অ্যান্টারপ্রাইস) তুহিন আহমেদ, চট্টগ্রামের রিজনাল হেড অব ব্রাঞ্চ আনিসুর রহমান, সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, অনুষদের অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, ড. ইমন কল্যাণ চৌধুরী, সহকারি অধ্যাপক আবু সোহেল মাহমুদ, এইচ আর শাখার সহকারি পরিচালক মো. আশরাফুল হক প্রমুখ।