চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ইনট্রিন্সিক ফাইন্যান্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আন্তঃবিভাগ কেস প্রতিযোগিতা ২০২৩’।
সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের ২২টি দল অংশ নেয়। সেখান থেকে ৬টি দল চূড়ান্ত পর্বে লড়াই করে। পরে দুটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘টিম ফেকটোস’। এই দলের সদস্যরা হলেন সিয়াম, মাহির এবং সামিউর। অন্যদিকে রানার আপ ‘গ্ল্যাডিয়েটর’ দলের সদস্যরা হলেন: নুজহাত, ইশরাত এবং মিনহাজুল।
প্রতিযোগিতায় দুই দলের বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেল্টা ইমিগ্রেশনের চট্টগ্রাম শাখার সিইও মোহাম্মদ আলমগীর, সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ক্লাবের অ্যাডভাইজার এবং ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, খণ্ডকালীন শিক্ষক জাহিদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে দুই বিচারক ছিলেন লিড বাংলাদেশের অপরারেশন্স প্রধান আবদুল্লাহ আল কায়সার এবং ইন্সপিরা অ্যাডভাইজরি অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের সহযোগী মোহাম্মদ মাজিদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করে দর্শকদের হাততালি কুড়ান দুই কৃতী শিক্ষার্থী জামিলা আক্তার এবং রফিকুল আলম। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল প্যাক এশিয়া এবং স্পিকার কাউন্সিল।