স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেছেন, সময় এসেছে এই মহান নেতার স্বপ্ন পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু এমন-ই এক নেতা যার ছিল বুকে আত্মবিশ্বাস, জনগণের প্রতি অবিচল আস্থা আর দৃঢ়চেতনায় এগিয়ে চলার মানসিক শক্তি।
উপাচার্য আজ বৃহস্পতিবার সকালে নগরের জামাল খান ক্যাম্পাসে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনের আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সিআইইউ’র জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, বঙ্গবন্ধু সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টায় তার ত্যাগ সহজে ভোলার নয়।
দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শুরুতেই ছিল আলোচনা সভা। রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন দুই ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, ড. মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষার্থী স্বর্ণা, নূরজাহান প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক-মাটির গান ও নৃত্যে পরিবেশন করে উপস্থিত দর্শকদের হাততালি কুড়ান- শ্রেয়া, সামিহা, সোমা, সিয়াম, রেজওয়ানা, তাহিয়া, অতন্দ্রিলা, পুষ্পিতা, মালিহা, মিতু, অনিন্দিতা, ইফতি, তায়েব প্রমুখ।
পুরো পর্বটি উপস্থাপন করেন দুই শিক্ষার্থী তৃষা ও রাহুল। সাংস্কৃতিক পর্বটি সমন্বয় করেন কালচারাল ক্লাবের আহ্বায়ক ড. রোবাকা শামসের।
এই সময় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা রচনা প্রতিযোগিতার ৩ বিজয়ীর হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিআইইউ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠান শেষে উপাচার্য ও শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর ওপর লেখা নানান বই নিয়ে সিআইইউ’র লাইব্রেরি আয়োজিত ‘পুস্তক প্রদর্শনী’র স্টল ঘুরে দেখেন। তারা সবাই এই আয়োজনের প্রশংসা করেন।