প্রথম অ্যাডমিশন টেস্ট মিস করার পর খানিকটা মন খারাপ হয়েছিল আবরার হোসেনের। মনে জেগেছিল শংকা। প্রথম টেস্টের পর কলেজের বন্ধুরা ভর্তি হয়ে গেছে। তাহলে শিক্ষাজীবন থেকে তিনি পিছিয়ে পড়ছেন না তো!
আবরারের মতো এমন প্রচুর সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গতকাল মঙ্গলবার দেখা গেল চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) সামার-২০২৩ সেমিস্টারের সেকেন্ড টেস্ট বা দ্বিতীয় ভর্তি পরীক্ষায়।
সকালে বিপুল উৎসাহের মধ্য দিয়ে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। এতে চট্টগ্রামের বিভিন্ন কলেজ থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বতস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিতে দেখা যায়।
এর আগে ঘড়িতে সকাল ১০টা বেজে উঠার আগেই দলে দলে সিআইইউ ক্যাম্পাসে ভিড় করতে থাকেন ছাত্র-ছাত্রীরা। লিখিত পরীক্ষা শেষে তাদের আবার মুখোমুখি হতে হয় মৌখিক পর্বে। পরীক্ষা চলাকালীন হলগুলো ঘুরে দেখেন বিভিন্ন অনুষদের (স্কুল) ডিন, শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে শিক্ষার্থীদের জন্য সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করেই সিআইইউ উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
প্রসঙ্গত, গত ৭ মে সিআইইউতে অনুষ্ঠিত হয় সামার-২০২৩ সেমিস্টারের ভর্তি পরীক্ষা। বর্তমানে এখানে এমবিএ, বিবিএ, এম এ, বিএ ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই, ট্রিপল ই, ইটিই, এল এল এম এবং এল এলবি প্রোগ্রাম চালু রয়েছে।