নগরীর হালিশহরে খালের মধ্যে ভাসমান অবস্থায় মো. আব্দুল (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হালিশহরের ছোট পোল এলাকার শফিক সাহেবের কলোনির পাশে একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মো. আব্দুল ওই এলাকার মো. কামালের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “পাশের খালের মধ্যে ভাসমান অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।”