মহেশখালীতে টাগবোট ডুবিতে নিখোঁজ চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার

আজাদী অনলাইন | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৮:২০ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় সাগরে টাগবোট ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জিয়াং হং চেন (৫২) বিদ্যুৎকেন্দ্রে চীনা হাইড্রো কোম্পানির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ১৪ কিলোমিটার দূরে সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “বুধবার বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন সাগরে কাজ করার সময় টাগবোট ডুবে যায়। এতে ওই চীনা শ্রমিক নিখোঁজ হন। কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা খোঁজ করেও তার সন্ধান পায়নি। আজ শনিবার (২ এপ্রিল) দুপুরে সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।”

পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু
পরবর্তী নিবন্ধসিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা পোশাককর্মীর