কক্সবাজার শহরতলীর ঝিলংজা লিংকরোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল(১৪) নামের এক পথশিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার(১৫ আগস্ট) সন্ধ্যায় লিংক রোডের মেরিন সিটি হাসপাতালের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পথশিশু রবিউল স্থানীয় রাশেদা বেগমের ছেলে। রবিউলের পিতা নেই। পুত্র রবিউলকে নিয়ে মা রাশেদা পরের বাড়িতে থাকেন এবং বিভিন্ন বাড়িতে রান্নাবান্নার কাজ করেন।
আজ সোমবার সন্ধ্যায় রাশেদা পরের বাড়িতে কাজ করতে গেলে পুত্র রবিউল মেরিন সিটি হাসপাতালের পার্শ্ববর্তী একটি আমড়া গাছে উঠে কিন্তু ফল পাড়ার সময় রবিউল পল্লী বিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন খোলা সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে বৈদ্যুতিক শকে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
পরে এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ দমকলকর্মীদের নিয়ে ঘটনাস্থলে এসে আমড়া গাছ থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে।
মরদেহটি বিনা ময়নাতদন্তে দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হলে সেটি মঞ্জুর হয় এবং মায়ের কাছে পুত্রের মরদেহ হস্তান্তর করা হয়।












