রেলওয়ে হাসপাতালের করিডোরে পড়ে ছিল নবজাতকটির মরদেহ

টানাহেঁচড়া করছিল কুকুর

আজাদী অনলাইন | রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৯ অপরাহ্ণ

নগরীর সিআরবি এলাকার রেলওয়ে হাসপাতালের করিডোর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই নবজাতকের নাম-পরিচয় জানা যায়নি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, “রেলওয়ে হাসপাতালের করিডোরে এক নবজাতকের মরদেহ পড়ে ছিল। মরদেহটিকে কুকুর টানাহেঁচড়া করছিল। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নবজাতকটির মরদেহের বয়স একদিনের মতো হবে।”

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মুরগির খামারে আগুন
পরবর্তী নিবন্ধবান্দরবানে জঙ্গী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ১৯ জনের তিন দিনের রিমান্ড