তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারধর ও ছুরিকাঘাতে নগরীর চকবাজার থানা এলাকায় এক যুবক খুন হয়েছেন। তার নাম সৌরভ খান সোহাগ(২৩) বলে জানা গেছে।
আজ মঙ্গলবার(১২ জুলাই) দুপুর ১২টার দিকে চকবাজার থানার মৌসুমী আবাসিকের মোড়ে এই ঘটনা ঘটে।
সৌরভ খান সোহাগ নগরীর কোতোয়ালী থানার দেওয়ানবাজারের মাছুয়া ঝর্ণা এলাকার নুর ইসলাম সওদাগরের বাড়ির হারুনুর রশীদের ছেলে। চকবাজার থানার ডিসি রোডের ফরিদ ম্যানশনে বসবাসকারী সোহাগ ইন্টারনেট সংযোগের ক্যাবল অপারেটর।
এদিকে, ছুরিকাঘাতের ঘটনায় বাবা ও ছেলে দুইজনকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। গ্রেপ্তার ২ জন হলো নগরীর চকবাজার থানার ডিসি রোড হাজী মোহাম্মদ হোসেন বাড়ীর মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. শফি(৫০) ও তার ছেলে সাকিব হোসেন(১৯)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ফেরদৌস জাহান জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মৌসুমী আবাসিক এলাকায় রাস্তার উপর সৌরভ খান সোহাগের সঙ্গে শফির ঝগড়া হয়। এক পর্যায়ে সোহাগ শফিকে চড় মারে। এতে ক্ষুব্ধ হয়ে হাতে থাকা লোহার পাম্পার দিয়ে সোহাগের মাথায় আঘাত করেন শফি। মারামারির সংবাদ পেয়ে শফির ছেলে সাকিব ঘটনাস্থলে এসে সোহাগকে মারধর ও এক পর্যায়ে বুকে ছুরির আঘাত করে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে শফি এবং তার ছেলে সাকিবকে গ্রেপ্তার করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, মৌসুমির মোড়ে সোহাগ নামে এক যুবককে সাকিব ও শফি নামে দুইজন ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।