চট্টগ্রামে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

| মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১২:৩৩ অপরাহ্ণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। সোমবার রাত ১২টা থেকে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। আজ মঙ্গলবার ভোর থেকেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ ফুল হাতে নগরের মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠের শহীদ মিনারে ভিড় করেন।

সকাল ৯টার দিকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় ঘোষণা মঞ্চ থেকে দুই পক্ষকে বারবার শান্ত থাকার অনুরোধ জানানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরপর নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। নগর বিএনপি বেলা ১১টায় শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।

সকাল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, দক্ষিণ জেলা যুবলীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাসদ, বোধন আবৃত্তি পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, উপলব্ধি, আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদবেদিতে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে রাত ১২টা ১ মিনিটে পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচবিতে মধ্যরাতে হলের কক্ষ দখল নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১২
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেফতার