‘ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য মঈনুলের ভূমিকা ছিলো অনস্বীকার্য’

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শহীদ ছাত্রনেতা মঈনুল করিম চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঈনুল করিম স্মৃতি সংসদের উদ্যেগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৭ এপ্রিল) নগরীর নন্দনকাননের একটি কমিউনিটি সেন্টারে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এড. এম কুতুবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। তিনি বলেন, ‘শহীদ ছাত্রনেতা মঈনুল করিম চৌধুরী ছিলেন সত্যিকারের আদর্শিক ছাত্রনেতা। প্রতিকূল অবস্থায় রাজনীতি করে ছাত্রলীগকে শক্তিশালী করার ক্ষেত্রে মঈনুলের ভূমিকা ছিলো অতুলনীয়। আর্দশিক ছাত্রনেতার মৃত্যু নাই, কর্ম তাকে সবার মাঝে বাচিয়ে রাখে। বর্তমান প্রজন্মের কাছে শহীদ মঈনুল করিমের আদর্শ অনুকরণীয়।

এতে বক্তব্য রাখেন ছাত্রনেতা মঈনুল করিম চৌধুরীর বড় ভাই রেজাউল করিম চৌধুরী, আওয়ামীলীগ নেতা সুজিত ঘোষ, এম এ আউয়াল, আশীষ চক্রবর্তী বাচ্চু, সাবেক ছাত্রনেতা নাসির উদ্দীন ফাহিম, পংকজ রায়, শিবু প্রসাদ চৌধুরী, মো. ওমর ফারুক, মুমিনুল হক, মোরশেদ আলম, মো. জাহেদ, মো. দেলোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন জিকু, মো. সাব্বির চৌধুরী, আবু তাহের রানা, এহসানুল হক খোকা, সামির সাকিব চৌধুরী, দেলোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, জাবেদুল ইসলাম জিতু, জুবাইদুল ইসলাম আশিক, মো. রুবেল, কাজী ইসমাইল সাকিব, অন্তর হোড়, জাহিদ হাসান সাইমুন, হাসমত খান আতিফ, আবদুল্লাহ আল সাইমুন, আশরাফ উদ্দীন লাভলু, ইয়াছির আরাফত রিকু, রতন চৌধুরী, নিয়াজ উদ্দীন তামিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদানে ব্যাংক একাউন্ট
পরবর্তী নিবন্ধপাহাড়তলী ইউরোপীয়ান ক্লাব প্রীতিলতা স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষণের দাবি