চন্দ্রঘোনায় চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর জয়

ইউপি নির্বাচন

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৮:৩৪ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে আজ (১৫ জুন) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করেন আক্তার হোসেন মিলন এবং আনারস প্রতীকে নির্বাচন করেন বিপ্লব মারমা।

নির্বাচনে ৩,৪১৫ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মিলন বিজয়ী হন।

অপর প্রার্থী বিপ্লব মারমা আনারস প্রতীকে পান ২,০৬৬ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

চন্দ্রঘোনা ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১০ হাজার ১৬০ জন।

সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান সন্তোষ প্রকাশ করেন।

বিজয়ী চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, “আমি সবাইকে সাথে নিয়ে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়নে কাজ করে যাব।”

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদ সদস্য দীপংকর তালুকদার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলনকে অভিনন্দন জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর ১৩ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধতিন বছরের শিশু নৃশংসভাবে খুন