চন্দ্রঘোনায় বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৮:২৬ অপরাহ্ণ

পাবর্ত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার অধীন রাইখালি ইউনিয়নের ফেরিঘাট এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম পারুল দাশ(৫০) বলে জানা গেছে। তিনি চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার বাসিন্দা।

আজ রবিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, “বাঙ্গালহালিয়া থেকে আসা বালুবাহী একটি ট্রাক রাইখালি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এই সময় পারুল ও তার স্বামী মাখন দাশ গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।”

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিপি ঈগল বলেন, “হাসপাতালে আনার আগে পারুল মারা যান। আঘাত গুরুতর হওয়ায় অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধনগরীর ৯ এলাকায় ম্যাজিস্ট্রেটের অভিযান, ৩৭ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ১১ মামলায় ৫৭ হাজার টাকা অর্থদণ্ড