চন্দনাইশে গাছের আম পাড়া নিয়ে মারামারি

আহত বৃদ্ধার ৪ দিন পর মৃত্যু, গ্রেফতার ২

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:০৫ অপরাহ্ণ

চন্দনাইশে গাছের আম পাড়া নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া ও মারামারারিতে আহত হওয়ার ৪ দিন পর বলকিছ খাতুন (৭০) নামে এক বৃদ্ধা মহিলা মারা গেছেন।

গতকাল সোমবার (২২ মে) রাতে তাকে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে আজ মঙ্গলবার (২৩ মে) চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজাহারনামীয় ২ আসামীকে গ্রেফতার করে।

স্থানীয়ভাবে জানা যায়, গত ১৯ মে সকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাঞ্চননগর মাইজপাড়া সইজ্জার বাপের বাড়ি এলাকায় একটি গাছের আম পাড়াকে কেন্দ্র করে মৃত ইসমাইলের ছেলে আলী আছকরের পরিবার ও মৃত সাহেব মিয়ার পরিবারের সদস্যদের মাঝে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে।

ঘটনার সময় মৃত সাহেব মিয়ার স্ত্রী বলকিছ খাতুন আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে গতকাল সোমবার তার অবস্থার অবনতি হলে তাকে ওইদিন রাতে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মারা যাওয়া বলকিছ খাতুনের ছেলে মীর কাশেম বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ মামলার এজাহার নামীয় ২ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলো মৃত ইসমাইলের ছেলে আলী আছকর (৬৭) ও তার মেয়ে আমেনা আক্তার (৩২)।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ মরদেহের সুরতহাল রির্পোট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় গ্রেফতার ২ আসামীকে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় পাঁচ বছরের শিশু ধর্ষক গ্রেফতার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্দুক-গুলিসহ পাহাড়ি সন্ত্রাসী গ্রেফতার