এক হাত হারিয়েও চোরাই মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি

১০ মামলার আসামী গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ৯:৪৩ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি চোরাইকৃত মোটরসাইকেলসহ ১০ মামলার আসামী জাবেদ জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাতে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় এ অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, গত বছরের ৯ ডিসেম্বর চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ আলমগীর চেয়ারম্যানের বাড়ির মৃত মোজাহের মিয়ার পুত্র মো. নোমান(৪৯)-এর ১টি মোটরসাইকেল চুরি হয়।

এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের পর মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান অব্যাহত রাখে চন্দনাইশ থানার পুলিশ।

গতকাল মঙ্গলবার চোরাইকৃত মোটরসাইকেলটি কেরানীহাটে রয়েছে এমন সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানার এসআই মো. হাছান উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।

এসময় চোরাইকৃত মোটরসাইকেলটি সহ জাবেদ জাহাঙ্গীর নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত জাবেদ জাহাঙ্গীর সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার ইলিয়াছ ড্রাইভারের পুত্র।

গ্রেপ্তারকৃত জাবেদ জাহাঙ্গীর সড়ক দুর্ঘটনায় একহাত হারিয়েও চোরাই মোটরসাইকেলটির এক্সিলারেটর স্টিয়ারিং বাম পাশে স্থানান্তর করে এক হাতে চালিয়ে সিলেট, রাজশাহী, খুলনা ও পদ্মা সেতু সহ বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃত জাবেদ জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। তাকে আজ বুধবার(৬ জুলাই) আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিষপানে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধটেকনাফে নববধূ সেজে ইয়াবা পাচার, দুই তরুণীসহ আটক ৪