চন্দনাইশে স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছেন স্ত্রী। আহতের নাম টুম্পা(২৩)।
আজ বুধবার(১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বাগিচাহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়ভাবে জানা যায়, চট্টগ্রাম নগরীর কোতায়ালী এলাকার স্বপন নামে এক ব্যক্তি তার মোটরসাইকেলের পিছনে তার স্ত্রীকে বসিয়ে কক্সবাজারের দিক থেকে নগরীতে ফিরছিলেন। পথিমধ্যে তারা চন্দনাইশের বাগিচাহাট এলাকায় পৌঁছলে হঠাৎ করে মোটরসাইকেলটি সড়কের মধ্যে ঘুরে গেলে মোটরসাইকেলের পেছনে বসা তার স্ত্রী টুম্পা পড়ে যান।
এ ঘটনায় তিনি আহত হলেও অন্য কোনো গাড়ি না আসায় ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান।
এসময় স্থানীয় লোকজন আহত টুম্পাকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
আহত টুম্পাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রাশেদ মো. নুরুদ্দিন।