চন্দনাইশ থানার পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত ২টি মোবাইল ফোনসহ ২ চোর ও ১ জন পরোয়ানাভুক্ত আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ আজ বুধবার(১৫ জুন) ভোররাতে উপজেলার দোহাজারী ও সাতবাড়িয়া এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ আজ বুধবার ভোররাতে উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ২টি চোরাইকৃত মোবাইল ফোনসহ ২ চোরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো দোহাজারী উল্লাপাড়ার মৃত ফরিদ মিয়ার পুত্র মো. নুরুল আলম(২৩) এবং সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাটগড় এলাকার মৃত আবদুস সালামের পুত্র আবদুল আলম(৩০)।
একইদিন পুলিশের অপর একটি দল উপজেলার সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভূক্ত আসামী মো. গিয়াস উদ্দিন(৩০)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত গিয়াস ওই এলাকার এয়াকুব আলীর পুত্র।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, চোরাইকৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তারকৃত ৩ আসামীকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।