চন্দনাইশ পৌর সদর, খানহাট ও রওশনহাট এলাকায় বাজার মনিটরিং টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের কারণে ৫ ব্যবসায়ীকে ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৩ এপ্রিল) বিকেলে পৃথক পৃথক এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং টিম নিয়মিত অভিযান চালাচ্ছে।
আজ সোমবার পরিচালিত অভিযানের সময় চন্দনাইশ পৌর সদর, খানহাট ও রওশনহাটে বিভিন্ন কাঁচাবাজার ও মুদি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫ ব্যবসায়ীকে ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।
তিনি জানান, বাজার মনিটরিং এ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় কাশেম স্টোরকে ৫ হাজার টাকা, যথাযথ খাদ্য সংরক্ষণ না করায় নোঙ্গর রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা সহ ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।