চন্দনাইশের খানহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দৃশ্যমান স্থানে দ্রব্যের মূল্য না টাঙানো, অনুমোদনহীন পণ্য বিক্রি, নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ৫ প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) খানহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য না টাঙানো এবং অনুমোদনহীন পণ্য বিক্রি করার অপরাধে মেসার্স হাজী জালাল উদ্দিন স্টোরকে ৫ হাজার টাকা, গণি স্টোরকে ২ হাজার টাকা, নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করায় টাইম আউট রেষ্টুরেন্টকে ১৫ হাজার টাকা, মিষ্টি মুখকে ৩ হাজার টাকা, প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় খাজা বেকারিকে ৫ হাজার টাকা সহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করা হয়। এসময় দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য না টাঙানো, অনুমোদনহীন পণ্য বিক্রি, নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং প্যাকেটের গায়ে মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫টি মামলায় ৫ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।”
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।