চন্দনাইশে বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকৃত ব্যক্তির নাম মো. আজিজ।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের জঙ্গল হাশিমপুর বরগুনি বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, একটি চক্র জঙ্গল হাশিমপুরস্থ বরগুনি বিট সংলগ্ন এলাকা থেকে সরকারি বনভূমি কেটে মাটি ইটভাটায় পাচার করছিল। গোপন সূত্রে এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী সেখানে আজ বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করেন।
এসময় স্কেভেটর দিয়ে বনভূমির মাটি কেটে ট্রাকে করে পাচারের সত্যতা পাওয়া যায় এবং উপজেলার দক্ষিণ গাছবাড়িয়ার মৃত আবদুল খালেকের পুত্র মো. আজিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মাটি কাটার কাজে নিয়োজিত একটি স্কেভেটরও জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের আওতাধীন চন্দনাইশ উপজেলার বরগুনি বিট জঙ্গল হাশিমপুর মৌজার সরকারি সংরক্ষিত বনাঞ্চলের পাশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় মো. আজিজ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার জরিমানা করা হয়। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরও জব্দ করা হয়।
তিনি আরো বলেন, অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অপরাধে এই জরিমানা করা হয়েছে। কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানের সময় বরগুনি বিট কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান ও চন্দনাইশ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।