চন্দনাইশে রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ৯:৩২ অপরাহ্ণ

চন্দনাইশ পৌরসভার কাঞ্চনপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় নুরানী মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছে। তার নাম মো. রাব্বি (৬)। সে কাঞ্চনপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যার আগে গাছবাড়িয়া-বরকল-আনোয়ারা সড়কের কাঞ্চনপাড়ার সামনে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া ৯নং ওয়ার্ড কাঞ্চনপাড়ার সামনে আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগে সড়ক পার হওয়ার সময় স্থানীয় একটি নুরানী মাদ্রাসার ছাত্র রাব্বিকে দ্রুতগতির একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিক্সা ধাক্কা দেয়।

এসময় স্থানীয়রা শিশু রাব্বিকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এসময় চমেক হাসপাতালে নেয়ার পথে শিশু রাব্বি মারা যায়।

খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক অটোরিক্সাটি আটক করে এবং চালক পটিয়া উপজেলার ডাউর ডেংগা এলাকার মোজাফফর আহমদের ছেলে ওয়াহিদুল ইসলাম মুন্না(২২)কে আটক করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপর ঘাতক অটোরিক্সা এবং চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ডাকাতি-হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড