চন্দনাইশে আগুনে পুড়ল ৭ জনের বসতঘর

২০ লাখ টাকার ক্ষতি, ১ ফায়ার ফাইটারসহ আহত ২

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১১:২১ অপরাহ্ণ

চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৭ জনের বসতঘর। এতে নগদ টাকাসহ পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধিত হয়।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর বাদামতলস্থ নজরুল ইসলাম চৌধুরী এমপি’র বাড়ি সংলগ্ন মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে সাজু মিয়া নামে একজন ফায়ার ফাইটারসহ ২ জন আহত হয়েছেন।

স্থানীয়ভাবে জানা যায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে চন্দনাইশ ও পটিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তবে এর আগেই আগুনের লেলিহান শিখা ৭ জনের বসতঘর গ্রাস করে নেয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলো আবু তাহের, মাহাবুবুল বশর, রাশেদুল আলম, জসিম উদ্দীন, আবু জাফর, হাবিবুল বশর, সাইফুল আলম।

বসতঘরগুলোর ২১টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় আবু তাহেরের ঘরে রক্ষিত নগদ ১২ লাখ টাকাও পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের সময় বসতঘরগুলোতে বসবাসকারীরা প্রাণ নিয়ে বের হতে পারলেও কিছুই বের করা সম্ভব হয়নি। ফলে মূল্যবান কাগজপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, ইলেকট্রনিক মালামাল সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবু মনসুর চৌধুরী সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ২১ কক্ষ বিশিষ্ট ৭ জনের বসতঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার সাজু মিয়া (৩৫) আহত হন। তাকে প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়াও মো. সুমন (২৫) নামে স্থানীয় এক যুবকও আহত হন। তাকেও মেডিকেলে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আবু তাহের জানান, হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ায় কিছুই বের করতে পারিনি। এসময় ঘরে রাখা নগদ ১২ লাখ টাকা পুড়ে যায়। আগুন নেভাতে এগিয়ে আসা মোহাম্মদপুর এলাকার নুর হোসেনের ছেলে মো. সুমন গুরুতর আহত হন।

আগামীকাল শুক্রবার (২৮ এপ্রিল) স্থানীয় এমপি নজরুল ইসলাম চৌধুরী ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারে নগদ টাকা, চাউল ও সরকারিভাবে ঢেউটিন বিতরণ করার আশ্বাস দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অস্ত্র-কার্তুজ উদ্ধার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা