মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ “জাতীয় মৎস্য পদক”-২০২৩ পাচ্ছেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল জব্বার চৌধুরী।
গত ১৯ জুলাই মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খঃ মাহবুবুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
আগামী ২৫ জুলাই ঢাকায় ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত “জাতীয় মৎস্য সপ্তাহ”২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক গ্রহণ করবেন তিনি।
চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী জাতীয় “মৎস্য পদক”- ২০২৩ পাচ্ছেন। গত ১৯ জুলাই এ সম্পর্কিত একটি চিঠি আমরা পেয়েছি। বিষয়টি সম্পর্কে উপজেলা চেয়ারমানকে অবগত করা হয়েছে।”
উল্লেখ্য, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী দীর্ঘদিন ধরে ১৭.২৯ হেক্টর জায়গায় ২২টি জলাশয়ে রুই জাতীয় মাছসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছিলেন। এতে এলাকার বেকার যুবকদের কর্মস্থানসহ দেশের মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছিলেন তিনি। এ পুরস্কার অর্জন এ অঞ্চলের মৎস্য খামারীদের আরো উৎসাহী করে তুলবে বলে মনে করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।












