চন্দনাইশে কলেজ শিক্ষার্থী জাহেদ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২০ মে, ২০২২ at ১০:০৪ অপরাহ্ণ

চন্দনাইশে কলেজ শিক্ষার্থী জাহেদুল ইসলাম(১৮) হত্যাকাণ্ডের ঘটনায় চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আজ শুক্রবার(২০ মে) সন্ধ্যায় নিহত জাহেদের পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। মামলায় আরো ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

উল্লেখ্য, গত বুধবার রাতে পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়ার ৩ শিক্ষার্থী চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড জিহস ফকিরপাড়া এলাকায় বেড়াতে যায়। এসময় পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাং-এর সদস্যরা ৩ বন্ধুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

আহতদের ওইদিন রাতে চন্দনাইশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গাছবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র জাহেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহত জাহেদের মরদেহ পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়ায় আনা হয় এবং বাদে মাগরিব নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, কলেজ শিক্ষার্থী জাহেদ হত্যাকাণ্ডের ঘটনায় তার পিতা জাহাঙ্গীর আলম বাদী হয়ে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ৭ জনের নাম দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরো ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। জিহস ফকিরপাড়া এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ পর্যন্ত মামলার কোনো আসামীকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।

এদিকে, আজ জিহস ফকিরপাড়া এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিগত ১ বছর ধরে একটি কিশোর গ্যাং এলাকায় তাণ্ডব চালিয়ে আসছিল। রাতে চলাচলরত মানুষদের কাছ থেকে টাকা-পয়সা ছিনতাই, দোকান থেকে মালামাল ক্রয়, চা-নাস্তা খেয়ে টাকা না দেয়াসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড সংঘটিত করছিল।

গত বুধবার কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার পর থেকে পুরো জিহস ফকিরপাড়া এলাকায় আতংক ও থমথমে অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে গ্রেপ্তার এড়াতে এলাকার সকল পুরুষ গা ঢাকা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীর বাহারছড়া থে‌কে অপহৃত ছাত্র গাজীপুর থে‌কে উদ্ধার