চন্দনাইশে বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির ঝটিকা মিছিল থেকে ভাঙচুর

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৩০ জুলাই, ২০২৩ at ১০:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড ব্র্যাক অফিসের সামনে বিএনপির ঝটিকা মিছিল থেকে ভাঙচুর ও ১ যুবলীগ নেতা আহত হওয়ার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি মমামলা দায়ের করা হয়। ওই মামলায় ৭০/৮০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই সন্ধ্যা ৬টার পরপর বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ পৌরসভাধীন ১নং ওয়ার্ড ব্র্যাক অফিসের সামনে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে ভাঙচুর করা হয় এবং হামলায় সাহাদাৎ হোসেন নামে এক যুবলীগ নেতা আহত হয়। চিকিৎসার পর ওইদিন রাতেই আহত যুবলীগ নেতা সাহাদাৎ বাদী হয়ে বিএনপির ৪১ নেতাকর্মীর নাম দিয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। আহত যুবলীগ নেতা চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক বলে জানা গেছে। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের সাহাদাৎ ওসমান চৌধুরীর পুত্র।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গত ২৭ জুলাই সন্ধ্যা ৬টার পর পর হঠাৎ বিএনপি নেতাকর্মীরা ঝড়ো হয় এবং ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু আলামতও উদ্ধার করে। পরে এ ঘটনায় সাহাদাৎ হোসেন নামে এক যুবলীগ নেতা আহত হয় এবং তিনি বাদী হয়ে ৪১ জনকে নামীয় ও ৭০/৮০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধফখরুলের মতো জঘন্য মিথ্যাবাদী বাংলাদেশে কখনো জন্মগ্রহণ করেনি
পরবর্তী নিবন্ধইসলামের প্রসারে শেখ হাসিনার যুগান্তকারী অবদানের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে