চন্দনাইশে বেপরোয়া বাসের ধাক্কায় পথচারী নিহত

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ১০:০৩ অপরাহ্ণ

চন্দনাইশে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ১ পথচারী নিহত হয়েছেন। তার নাম মো. জাকির হোসেন (৬১)।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি খালের মাজার পয়েন্ট সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড গাছবাড়িয়া বরুমতি খাল সংলগ্ন পায়রা মার্কেটস্থ আবু তালেব মুন্সি বাড়ি এলাকার মৃত রশিদ আহমদের ছেলে জাকির হোসেন আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস (নং-ঢাকা মেট্রো-জ-১৪-০৯৮৫) তাকে ধাক্কা দিলে তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান।

তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি আটক করে দোহাজারী হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। তবে যথারীতি চালক ও হেলপার পালিয়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাই রিমান্ডে
পরবর্তী নিবন্ধপাহাড় কাটা দেখতে বেলাকে বাধার অভিযোগ