চন্দনাইশে বাস থেকে বিরল প্রজাতির চশমাপরা হনুমান উদ্ধার

বাসচালকের ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৬:১১ অপরাহ্ণ

চন্দনাইশে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে একটি বিরল প্রজাতির চশমাপরা হনুমান উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। পরে হনুমানটি পাচারের সাথে জড়িত বাস চালক মো. জসিম উদ্দীন(৪০)কে ভ্রাম্যমান আদালত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার সময় চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের উপজেলার গাছবাড়িয়া পেট্রোল পাম্পের সামনে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায, বিরল প্রজাতির একটি মূল্যবান চশমাপরা হরিণ পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কস্থ চন্দনাইশের গাছবাড়িয়া পেট্রোল পাম্পের সামনে অবস্থান নেয়।

এসময় চট্টগ্রামমুখী এস আলম সার্ভিসের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের ব্যাটারি বক্সের ভিতর থেকে বিরল প্রজাতির চশমাপরা হনুমানটি উদ্ধার করে যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। হনুমানটি পাচারের সাথে জড়িত বাস চালক মো. জসিম উদ্দীনকে আটক করা হয়।

পরে হনুমানটিসহ বাস চালককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

এসময় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত বাসচালক জসিম উদ্দীন কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড পোঁচপাড়া গ্রামের মৃত সামছুল আলমের ছেলে।

বিরল প্রজাতির চশমাপরা হনুমানটি বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন।

একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দেশীয় বিরল প্রজাতির প্রাণী পাচারের সাথে জড়িত বলে জানান তিনি। এর আগেও গত ২৯ মে রাতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ২টি বিরল প্রজাতির রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী অপপ্রচারমূলক পোস্ট মুছে দেবে ফেসবুক
পরবর্তী নিবন্ধচুরির টাকায় মোটরসাইকেল কিনে অবশেষে গ্রেফতার