চন্দনাইশে প্রাইভেট কার থেকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৬ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ পাচারকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তির নাম মো. তারেক হোসেন (৩৫)।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার সময় চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানার পুলিশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় অবস্থান নেয়। ভোর সাড়ে ৬টায় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় লোহাগাড়া উপজেলার লোহাগাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার মৃত আবু তাহেরের ছেলে ইয়াবা পাচারকারী মো. তারেক হোসেনকে আটক করে। ইয়াবা পাচারকাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতার তারেক হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরো ৫ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলো পটিয়া উপজেলার ছবুর মার্কেট রোড এলাকার আবদুল আলীমের ছেলে মো. সরওয়ার উদ্দীন, চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ এলাকার মৃত আলী হোসেনের ছেলে আবুল হাসেম, একই এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ ইমন, আবুল হাশেমের ছেলে মো. নাছির উদ্দিন ও লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মোস্তাক আহমদের ছেলে আলমগীর হোসেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় রিমান্ডে আনা আসামীর কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৭টি চোরাই অটোরিকশা উদ্ধার