চন্দনাইশে ইয়াবাসহ ১ পাচারকারী গ্রেফতার

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৮:৪৩ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮শ’ পিস ইয়াবাসহ ১ পাচারকারীকে গ্রেফতার করেছে। তার নাম মো. রাকিব হাসান (২৮)।

আজ শুক্রবার (১০ মার্চ) ভোররাতে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন পুরাতন সড়ক ও জনপথ অফিসের সামনে পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে আজ শুক্রবার ভোররাত ৫টার সময় চন্দনাইশ থানার একদল পুলিশ গাছবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন পুরাতন সড়ক ও জনপথ অফিসের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ৮শ’ পিস ইয়াবাসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী থানার খানখানপুর ইউনিয়নের মৃত সোহরাব উদ্দীনের পুত্র রাকিবকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ইয়াবাসহ গ্রেফতার রাকিবকে আজ আদালতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের সন্দেহ বিস্ফোরণ-অগ্নিকাণ্ড পরিকল্পিত
পরবর্তী নিবন্ধছিনতাই করছিল এসআই, গ্রেফতার করল এএসআই