চন্দনাইশে সাংবাদিকের ওপর হামলার আসামীসহ গ্রেফতার ৭

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ৯:৪৭ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ এক আসামীকে গ্রেফতার করেছে। তার নাম বাবু (২১)।

আজ শুক্রবার (৭ এপ্রিল) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে পৃথক পৃথক অভিযানে আরো ৬ আসামীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড পূর্ব দোহাজারী মাস্টার কলোনির ভাড়া বাসায় অভিযান চালিয়ে সাংবাদিক আয়ুব মিয়াজীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামী বাবুকে গ্রেফতার করে। বাবু মিয়ানমারের নাগরিক গুরা মিয়ার ছেলে।

এছাড়া পুলিশ দল পৃথক পৃথক অভিযান চালিয়ে চোরাইকৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধারসহ বিভিন্ন মামলার আরো ৬ আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো দোহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ড রায়জোয়ারা গ্রামের মো. নুরনবীর ছেলে মো. শাহাজাহান (৩২), একই এলাকার শামসুল আলমের ছেলে তারেক হোসেন (২০)। তাদের কাছ থেকে চোরাইকৃত একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

এদিকে পুলিশের অপর একটি দল উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪নং উত্তর মুরাদাবাদ এলাকা থেকে মৃত আবদুর রহিমের ছেলে মো. শাহজাহান (৩৫), সুচিয়া এলাকার বাঁশী মাস্টারের ছেলে এনআই এ্যাক্ট ১৩৮-এর সাজাপ্রাপ্ত আসামী তরুণ চৌধুরী (৩০), দোহাজারী পৌরসভার আবদুল মালেকের ছেলে আবদুল মান্নান এবং বৈলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবদুল মজিদের ছেলে যৌতুক নিরোধ আইনের আসামী মুহাম্মদ আবদুল মন্নানকে গ্রেফতার করে।

বিভিন্ন মামলায় গ্রেফতার আসামীদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধআকবর শাহতে পাহাড় ধসে নিহত ১, আহত ৩
পরবর্তী নিবন্ধব্যবসার নামে লোক ঠকানো বন্ধ করতে হবে