চন্দনাইশে পৃথক অভিযানে গ্রেফতার ৫

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:২৭ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানামূলে ৫ আসামীকে গ্রেফতার করেছে। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে ও গত ২৬ ফেব্রুয়ারি রাতে পুলিশ পৃথক এ অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার পুলিশ আজ সোমবার ভোররাতে উপজেলার কাঞ্চননগর এলাকা থেকে মদন চন্দ্র দাসের পুত্র সিআর পরোয়ানাভুক্ত আসামী রতন দাস, পাঠানদণ্ডি এলাকা থেকে মোহাম্মদ ইব্রাহিমের পুত্র মো. মোরশেদ আলম এবং দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারী বার্মা কলোনি থেকে নুরুল ইসলামের পুত্র এজাহারনামীয় আসামী মোহাম্মদ জমিরকে গ্রেফতার করে।

এর আগে গতকাল ২৬ ফেব্রুয়ারি রাতে দোহাজারী পৌরসভার চাগাচর থেকে মৃত নুরুন্নবীর পুত্র জিআর পরোয়ানাভুক্ত আসামী ফারুক হোসেন রাজিব, পূর্ব দোহাজারী থেকে ছৈয়দ হোসেনের পুত্র এজাহারনামীয় আসামী সাদেক হোসেনকে গ্রেফতার করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় টাকার লোভে বৃদ্ধকে কুপিয়ে হত্যায় রোহিঙ্গা যুবক গ্রেফতার