চন্দনাইশে পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার ৭

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৭ অপরাহ্ণ

চন্দনাইশ থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে। পুলিশ আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভোররাতে ও গতকাল শুক্রবার গভীর রাতে এ অভিযান চালায়।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ আজ শনিবার ভোররাতে উপজেলার দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড বটতল এলাকায় অভিযান চালিয়ে মৃত নুরুচ্ছফার পুত্র জিআর পরোয়ানাভুক্ত আসামী মো. নুরুল ইসলাম, চন্দনাইশের উত্তর মুরাদাবাদ এলাকা থেকে মো. জহির আলমের পুত্র সিআর পরোয়ানাভুক্ত আসামী শহিদুল আলমকে গ্রেফতার করে।

এর আগে গতকাল শুক্রবার গভীর রাতে পুলিশ দল উপজেলার দক্ষিণ হাশিমপুর বড়পাড়া থেকে সুলতান আহমদের পুত্র পরোয়ানাভুক্ত আসামী মো. জয়নাল আবেদীন, গাছবাড়িয়া এলাকা থেকে উৎপল কুমার নাথ, কাঞ্চননগর এলাকা থেকে মৃত বাচা মিয়ার পুত্র নিয়মিত মামলার আসামী নাজিম উদ্দিন, দোহাজারী ডাক বাংলো এলাকার মো. মঞ্জুর আলমের পুত্র মো. রাজিব এবং সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাটগড় এলাকা থেকে মৃত সাহেদ মিয়ার পুত্র আকতার হোসেন জুয়েলকে গ্রেফতার করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতার ৭ আসামীকে আদালতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতারা মোটরসাইকেল চুরি করে মিনিটেই
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মায়ের সাথে অভিমান করে চা শ্রমিকের আত্মহত্যা