চন্দনাইশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৯:২৬ অপরাহ্ণ

চন্দনাইশের দোহাজারী ও চন্দনাইশ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত ও পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. রিদোয়ান (৩২), মো. রিফাত (২০) ও মো. নুরুল আলম (২৬)।

আজ সোমবার(৮ আগস্ট) ভোররাতে পুলিশ এ অভিযান চালায়।

জানা যায়, গত ২৯ জুলাই উপজেলার দক্ষিণ হারালা চান্দের বাড়ি এলাকায় ফুটবল খেলা দেখার সময় অতর্কিত হামলায় আহত হয় উপজেলার সাতবাড়িয়া আরিফ শাহ পাড়ার মৃত নুরুন নবীর পুত্র হাসানুজ্জামান আবির (২০) তার ৫/৬ জন বন্ধু।

পরে এলাকাবাসীরা আহত অবস্থায় হাসানুজ্জামান আবিরকে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় আহত হাসানুজ্জামানের বড় ভাই মো. মোরশেদ বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় আরো ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গ্রেপ্তারকৃত মো. রিদোয়ান ও মো. রিফাত ওই মামলার আসামি।

এদিকে, পুলিশের অপর দল দোহাজারী পৌরসভার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত মো. ফরিদ আহমদের পুত্র পরোয়ানাভুক্ত আসামি মো. নুরুল আলমকে গ্রেপ্তার করে।

চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত ৩ আসামিকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখোলাবাজারে ডলারের রেকর্ড
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জামায়াত নেতা গ্রেফতার