চন্দনাইশের দোহাজারী পৌরসভার হাতিয়াখোলা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুর দুইটায় পুলিশ হাতিয়াখোলা ঘিলাতলী এলাকার অলি ফকিরের বাড়ি থেকে এসব আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে।
এসময় পুলিশ মো. আনোয়ার (২৬) নামে একজনকে আটক করে।
জানা যায়, উপজেলার দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ড হাতিয়াখোলা ঘিলাতলী এলাকার অলি আহম্মদ প্রকাশ অলি ফকিরের বাড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্রশস্ত্র থাকার কথা গোপন সূত্রে জানতে পেরে পুলিশ আজ শনিবার ভোররাতে অভিযান পরিচালনা করে।
এসময় অলি ফকিরের বাড়িতে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরী একনালা বন্দুক, একটি কার্তুজ, তিনটি বন্দুকের বাটবিহীন নল, তিনটি চাপাতি, পাঁচটি ছোট ও বড় ছুরি, একটি ধামা উদ্ধার করে। এসময় অলি ফকিরের ছেলে মো. আনোয়ারকে আটক করে পুলিশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।