চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় ডাম্পারের ধাক্কা খেয়ে পুকুরে ছিটকে পড়ল যাত্রীভর্তি একটি সিএনজিচালিত অটোরিকসা। এতে সিএনজিতে থাকা ৩ শিশুসহ একই পরিবারের ৫ জন রক্ষা পায় প্রাণে। আজ বুধবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, বুধবার দুপুরে দোহাজারীমুখী একটি সিএনজিচালিত অটোরিকসা যাত্রী নিয়ে মহাসড়কের ফুলতলা এলাকায় পৌঁছলে একইমুখী একটি দ্রুতগতির ডাম্পার পিছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকসাটি সড়ক থেকে পাশ্র্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। এতে একই পরিবারের ৩ শিশুসহ ৫ জন সামান্য আহত হলেও প্রাণে রক্ষা পান।
দোহাজারী দিয়াকুল এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম শফিক জানান, ঘটনার সময় ডাম্পারের পেছনেই ছিল তাদের গাড়ি। ডাম্পারের সামনে থাকা সিএনজি অটোরিকসাটি ডাম্পারের ধাক্কা খেয়ে সড়কের পাশে একটি ময়লাযুক্ত পুকুরে পড়ে যায়। পুকুরটিতে কোমর পরিমাণ পানি ছিল।
দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন দ্রুত সিএনজিতে থাকা যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হওয়ায় প্রাণে রক্ষা পেলেন অটোরিকসায় থাকা ৩ শিশুসহ একই পরিবারের ৫ জন যাত্রী। অবস্থা দেখে মনে হয়েছে ঈদ উপলক্ষে তারা কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ ঘটনায় অটোরিকসা চালকও আহত হয়েছে বলে জানা যায়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাম্পারটি আটক করে। তবে পুকুরে পড়ে আহত হওয়া সিএনজি যাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত সিএনজিটিও ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।