কারণ দর্শানোর জবাব দি‌লেন চাম্ব‌লের চেয়ারম্যান মুজিবুল হক

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ১০:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়ায় কেন বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সেই প্রেক্ষি‌তে আজ বুধবার (২২ নভেম্বর) নোটিশের জবাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর এ নোটিশ দেওয়া হলেও বিষয়টি মিডিয়ার অ‌গোচ‌রে ছিল। গত ৬ নভেম্বর বাঁশখালীর চাম্বল বাজা‌রে ‘বিএনপি–জামায়াতের হরতাল ও নৈরাজ্যবিরোধী’ ব্যানারে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মার্কিন রাষ্ট্রদূতকে পেটানোর হুমকি দেন চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও চাম্ব‌লের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে তা নিয়ে প্রতিক্রিয়া জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকিকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে আখ্যা দেয় তারা।

মুজিবুল হক চৌধুরী এমন বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায়।

১০ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এরপর ১২ নভেম্বর মুজিবুল হক চৌধুরীকে কারণ দর্শানোর এ নোটিশ দেন চট্টগ্রামে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাকিব হাসান।

নোটিশে বলা হয়, “আপনার এ ধরনের বক্তব্য রাষ্ট্রের স্বার্থের জন্য হানিকর ও এতে বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কেন আপনার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯–এর (৩৪) ৪ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ কার্যালয়ে জানানোর অনুরোধ করা হলো।”

তারই প্রেক্ষি‌তে জবাব দেওয়া হয় ব‌লে সূত্রে জানা যায়। কখন ও কী জবাব দেয়া হয়ে‌ছে তা জানার জন্য চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর মোবাই‌ল ফোনে কল করা হ‌লেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাঁশখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জেস‌মিন আক্তার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী নি‌জেই ডি‌সি অ‌ফি‌সে গি‌য়ে সরাস‌রি জবাব দি‌য়ে‌ছেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ইটভাটা বন্ধ, জরিমানা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যশুকরের আক্রমণে নারীসহ আহত ৬