নির্বাচনে সব দলের অংশগ্রহণে আশাবাদী সিইসি আওয়াল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৫:৪৪ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, “আমরা তো আশাবাদী সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলে সকলেই আনন্দিত হবে এবং অংশগ্রহণ করবে।”

আজ শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৪টায় নগরীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “আমাদের কাজ হচ্ছে নির্বাচন অায়োজন করা। আমাদের ওপর আইন এবং সংবিধান অনুযায়ী যে দায়িত্ব দেয়া হয়েছে আইন এবং সংবিধানের অালোকে আমাদের সাধ্যমত সুন্দরভাবে নির্বাচনগুলো আয়োজন করব। সেটা জাতীয় সংসদ নির্বাচন হোক কিংবা স্থানীয় সরকার নির্বাচন হোক।”

নির্বাচনে সকল দলের অংশগ্রহণ চান কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “সকল দল অংশগ্রহণ করুক এটা আমরা চাই। কেউ না আসলে তো সেই ব্যাপারে আমরা কিছু বলতে পারব না। আমরা চাই সব দল আসুক। সকলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক। সকলকে নিয়ে নির্বাচন করাই আমাদের কাজ।”

ইভিএম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি নতুন দায়িত্ব নিয়েছি, এখনো ইভিএম-এর বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।”

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মাদ হাসানুজ্জামান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ৪ দিনের সফরে চট্টগ্রাম এসেছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল।

আজ শুক্রবার চট্টগ্রামে অবস্থান করে কাল শনিবার যাবেন সন্দ্বীপ। শনিবার সকালে নিজ বাড়ি সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং সেখানে অবস্থান করবেন।

পরের দিন রবিবার সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সোমবার সকালে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার হিসেবে পাঁচজনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল।

এছাড়া অন্যান্য ইসি পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধমাজারের খাদেম সেজে আত্মগোপন, ১০ বছর পর ধরা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৫ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা