পৃথক অভিযানে একটি অয়েল মিলসহ নগরের দু’টি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিক-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে তেল উৎপাদন করার অপরাধে রাজাখালীস্থ মেসার্স আওসাফ অয়েল মিলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই পরিবেশে ইফতারি সামগ্রী প্রস্তুত করার অপরাধে সদরঘাটের হোটেল ডিলাইটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান মো. জাফর।