খেলা শুরুর ২৯তম মিনিটে গোল দিয়ে ক্যামেরুনকে এগিয়ে নেয় ক্যাস্টিলেটো। তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ঘুরে দাঁড়ায় সার্বিয়া।
অতিরিক্ত সময়ের ১ম মিনিটে পাভলোভিচ ও ৩য় মিনিটে মিলিনকোভিচের করা ২ গোলে এগিয়ে যায় সার্বিয়া। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫৩তম মিনিটে দলের ৩য় গোলটি করে সার্বিয়ার সাথে ক্যামেরুনের পার্থক্য বাড়ায় মিত্রোভিচ।
খেলা এখানেই শেষ হয়ে যায়নি। ৬৩তম মিনিটে আবুবকর এবং ৬৬তম মিনিটে মোটিং ক্যামেরুনের পক্ষে ২ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে।
আজ সোমবার (২৮ নভেম্বর) কাতারের আল জানুব স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জি’ এর ম্যাচটি শেষ পর্যন্ত ছয় গোলের ড্রতে শেষ হয়।