বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নিহত ৬০

| সোমবার , ২৪ এপ্রিল, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর উর্দি পরে আসা সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় ৬০ জন বেসামরিক নিহত হয়েছেন বলে স্থানীয় একজন সরকারি আইন কর্মকর্তা জানিয়েছেন।

শুক্রবার ইয়াতেঙ্গা প্রদেশের কারমা গ্রামে হামলার এ ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছেন কৌঁসুলি লামিনে কাবোরে। নিকটবর্তী ওয়াহিগুইয়া শহর পুলিশকে উদ্ধৃত করে এসব তথ্য জানিয়েছেন তিনি।

তিনি জানান, মালির সীমান্তবর্তী ওই এলাকার এ হামলার ঘটনা নিয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।

এই এলাকাটিতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর অধিপত্য রয়েছে, এরা কয়েক বছর ধরে একের পর এক হামলা চালিয়ে আসছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাবোরের দেওয়া বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

মার্চে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ২০২২ সাল থেকে মালির সীমান্তবর্তী এলাকাগুলোতে বেসামরিকদের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ঘটনা বেড়ে গেছে আর তারপর থেকে সেখানে স্বেচ্ছাসেবক প্রতিরক্ষা বাহিনীগুলো অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন করা সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে।

বুরকিনা ফাসোর সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল ওয়াহিগুইয়ার কাছে একই এলাকায় সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীগুলোর ওপর অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ জন নিহত ও আরও ৩৩ জন আহত হয়।

২০১২ সালে মালিতে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ ইসলামপন্থি জঙ্গিরা ছিনিয়ে নেওয়ার পর থেকে পশ্চিম আফ্রিকার এ অঞ্চলটিতে অস্থিরতা শুরু হয়। তারপর থেকে ওই সহিংসতা মালি ছাড়িয়ে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও বিস্তৃত হয়। এতে হাজার হাজার লোক নিহত ও ২৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত হয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে মেরিন একাডেমির শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধশপথ নিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন