বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে আজ প্রচারিত হবে কবিগুরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভিন্নধর্মী এক সংগীতানুষ্ঠান। কেন্দ্রটির প্রতিষ্ঠা পরবর্তী সময়ে এবারই প্রথমবারের মতো আয়োজন। রবিঠাকুরের ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে রচিত প্রকৃতি, প্রেম, বিরহ, পূজা পর্যায়ের বাছাই করা সাতটি গান নিয়ে সমবেত সংগীত পরিবেশন করবে চট্টগ্রামে প্রতিনিধিত্বকারী সাতটি সংগঠন। এল রুমা আকতারের প্রযোজনায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, রক্তকরবী, অভ্যুদয় সংগীত অঙ্গন, সংগীত ভবন, গীতধ্বনী সংগীত অংগন, সঙ্গীততীর্থ এবং বাংলাদেশ শিশু একাডেমি।
মোট সাতটি গানে প্রায় চুরাশিজন শিল্পীর অংশগ্রহণে সমবেত সংগীতায়োজনটির পরিচালনায় আছেন শীলা মোমেন, কাবেরী সেনগুপ্তা, তৃপ্তি দাশ, শান্তা গুহ, শ্রেয়সী রায়, চিত্রা বড়ুয়া ও রাজীব মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনায় আছেন আবৃত্তিশিল্পী প্রবীর পাল। ভিন্নমাত্রার রবীন্দ্র সংগীতানুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজু। অনুষ্ঠান প্রচার হবে আজ রবিবার সকাল ১০.৩০ মিনিটে ও রাত ১০.৩০ মিনিটে। প্রেস বিজ্ঞপ্তি।












