ঢাকার একুশে বইমেলায় বোমা হামলার হুমকি

আজাদী অনলাইন | শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ১:০৬ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকায় চলমান একুশে বইমেলায় বোমা হামলার হুমকি সম্বলিত চিঠি পেয়ে পুলিশকে জানিয়েছে বাংলা একাডেমি।

উড়োচিঠিতে এই হুমকি দেওয়া হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার কাছে এই উড়োচিঠি আসে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ বৃহস্পতিবার রাতে বলেন, “এই ঘটনায় বাংলা একাডেমির পক্ষ থেকে অভিযোগ আসার পর শাহবাগ থানায় আজ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিষয়টি অত্যাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছি।”

‘মো. সাইফুল ইসলাম’ নামে স্বাক্ষরে বুধবার ওই উড়োচিঠি পাঠানো হয়। তাতে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

চিঠিটি আসলেই কোনো জঙ্গি সংগঠন পাঠিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ বলেছেন, বইমেলার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

একুশের বইমেলা গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে, চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবার বইমেলা শুরুর আগে পুলিশের শীর্ষ কর্মকর্তারা বলে আসছিলেন, নিরাপত্তাজনিত কোনো হুমকির তথ্য তারা পাননি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে এবার ভেসে এলো মৃত কাছিম
পরবর্তী নিবন্ধকেবল কাটা পড়ে দুই ঘণ্টার নেটওয়ার্ক বিভ্রাট গ্রামীণফোনের