‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূণ্য করো দহন-দানে…’ শিল্পীদের সমবেত গান ও প্রদীপের আলোয় বিজয় মুহূর্ত উদযাপন করলো বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সন্মুখে ‘মুক্তিযুদ্ধের চেতনা সাম্প্রদায়িক রাষ্ট্র না’ এ প্রতিপাদ্যে বোধনের এ আয়োজনে আবৃত্তি, সংগীতসহ ছিল নানা আয়োজন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান, ড. ইদ্রিস আলী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, উদীচি শিল্পী গোষ্ঠির সহ-সভাপতি সুনীল ধর, শিক্ষক মুজিবু রাহমান, মুক্তিযোদ্ধা সন্তান সৈয়দ নাফিস উদ্দিন ও বোধনের সাধারণ সম্পাদক এস এম আবদুল আজিজ।
আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন দেবাশিষ রুদ্র, মিশফাক রাসেল, দিলরুবা খানম, মিনু মিত্র, সমুদ্র টিটো, মৌসুমী মৌ। বোধনের একক আবৃত্তি পরিবেশন করেন প্রিয়াংকা বিশাংগ্রী, প্রীতম বড়ুযা, শ্রেষ্ঠ বিশ্বাস, একান্ত পাল, আদ্রিতা নাথ, স্বাগতা চক্রবর্তী, শর্মিলা বড়ুয়া, জসিম উদ্দিন। এসময় সঞ্জয় পালের নির্দেশনায় পরিবেশিত হয় বৃন্দ আবৃত্তি ‘মিছিলের রাজপথ। এতে অংশ নেন প্রীতি, সাফিনা, নৈরিতা, রিনি, সেতু, স্নেহা, জান্নাতুল, শ্রেয়া, বীথি, জলিল উল্লাহ, প্রীতম, শুভ্র। কথা ও কবিতার ফাঁকে জাগরণের গান পরিবেশনায় ছিলো উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন বোধনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল।