বোয়ালখালীতে ২ অবৈধ প্যাথলজি সিলগালা

আজাদী অনলাইন | রবিবার , ১২ জুন, ২০২২ at ৭:০৪ অপরাহ্ণ

বোয়ালখালীতে কাগজপত্র না থাকায় দু’টি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (১২ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আকতার।

তিনি বলেন, “প্যাথলজিক্যাল ল্যাবরেটরি পরিচালনার বৈধতা না থাকায় পৌরসভার চৌধুরী হাটের মেট্রো ক্লিনিক্যাল প্যাথলজি ও জোটপুকুর পাড়ের হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার সিলগালা করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পৌরসভার অলি বেকারি মোড়ের মরিয়ম নূর দাতব্য চিকিৎসালয়ে তালা লাগিয়ে পালিয়ে যান সংশ্লিষ্টরা। ফলে তাদের বৈধতার বিষয়ে জানা যায়নি।”

পূর্ববর্তী নিবন্ধখালেদা সিসিইউতে
পরবর্তী নিবন্ধদৈনিক শনাক্ত ফের একশয়ের বেশি