বোয়ালখালীতে নৈশপ্রহরীদের বেঁধে রেখে ৫ গরু লুট

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ৩:৪৩ অপরাহ্ণ

বোয়ালখালীতে একটি গরুর বাজারে ৩ নৈশপ্রহরীকে বেঁধে রেখে ৫টি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২৭ জুন) রাত ৩টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। গরুগুলো বিক্রির জন্য এনেছিলেন কয়েকজন ব্যবসায়ী।

গরুর মালিক আবু তৈয়ব জানান, কোরবানি উপলক্ষে রংপুর থেকে কয়েকজন মিলে ২৪টি গরু এনেছিলেন তারা। সেগুলো ইউনিয়ন পরিষদ বাজারে তোলা হয়েছিল বিক্রির জন্য। এর মধ্যে ১৩টি গরু বিক্রি হয়ে যায়। সোমবার রাতে ১২-১৩ জন লোক এসে ৫টি গরু লুট করে নিয়ে যায়। এ সময় প্রহরীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ৩ জনের হাত পা বেঁধে রেখে মারধর করা হয়।

তিনি বলেন, “তারা গরু নিয়ে যাওয়ার জন্য ট্রাক নিয়ে এসেছিল। প্রতিটি গরুর দাম এক থেকে দেড় লাখ টাকা। এতে আমাদের প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। জিডিও করা হয়েছে।”

এ ঘটনায় গরু ব্যবসায়ীদের পক্ষ থেকে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করা হলেও এমন কোনো অভিযোগ আসেনি বলে দাবি করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, “গরু চুরির কোনো খবর পাইনি। এ নিয়ে থানায়ও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।”

পূর্ববর্তী নিবন্ধআরাফাত ময়দান মুখরিত ‘লাব্বাইক’ ধ্বনিতে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের অর্ধ-শতাধিক গ্রামে ঈদ কাল