মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কাজীর দেউড়ির নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে এই ঘটনা ঘটে।
সমাবেশে থাকা বিএনপির একাধিক নেতা জানান, বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুস সাত্তার বক্তব্য দিতে চাইলে তাকে বক্তব্য দিতে বাধা দেন মহানগর বিএনপির আরেক নেতা নাজিমুর রহমান।
এই নিয়ে দুই নেতার বাদানুবাদ হলে তা ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয়। তবে ডা. শাহাদাতসহ সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চেয়ার ছোড়াছুড়ির বিষয়টি স্বীকার নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, “বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই নেতার কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা বিষয়টি তৎক্ষণাৎ সমাধান করেছি।”